সদরসিরাজগঞ্জ

জেলা যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 “শিক্ষা সাম্য প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গত শনিবার (৬ জুলাই) বিকেলে এস এস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব মহিলা লীগের সভাপতি রুমানা রেশমা এর সভাপতিত্বে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আফরিনা মায়া সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

এসময় প্রধান অতিথি বলেন, ২০০২ সালের ৬ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সভাপতি বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করা হয়। যার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসাথে তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

যুব মহিলা লীগ সেই অঙ্গীকার রেখেছিল বলেই আজকে জননেত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। বর্তমানে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচীতে রাজপথের অন্যতম ভ্যানগার্ড হিসেবে পরিচিতি লাভ করেছে যুব মহিলা লীগ।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, আলহাজ্ব হাজী ইসহাক আলী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরে ফাতেমা, সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য হালিমা, সদর উপজেলা মহিলা যুবলীগের জুলেখা পারভীন, আফরোজা পারভীন রিনাসহ যুব মহিলা লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button