সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক আনিছুর
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন সম্পন্ন হয়। গত শনিবার (১৭ জুন) দুপুরে সলঙ্গা হাজী মার্কেট ৩য় তলায় কফি হাউসে সংগঠনের সাংবাদিকদের নিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সভাপতি লিখন আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হোসেন আলীর সঞ্চালনায় সাধারন সভা শেষে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এম আর মন্টু ( দৈনিক জনতা)কে সভাপতি এবং আনিছুর রহমান ( দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন)কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা), সাংগঠনিক সম্পাদক হোসেন আলী ( দৈনিক ভোরের দর্পণ), যুগ্ম সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ ( দৈনিক দেশের কন্ঠ), অর্থ সম্পাদক, আল আমিন ( দৈনিক গণ মানুষের আওয়াজ), প্রচার সম্পাদক সোহেল রানা( তৃতীয় মাত্রা), মহিলা বিষয়ক সম্পাদিকা জি এম স্বপ্না ( দৈনিক স্বতকন্ঠ/ যমুনা প্রবাহ), কার্যকরী সদস্য লিখন আহমেদ ( দৈনিক কলম সৈনিক), কার্যকরী সদস্য ফারুক আহমেদ ( দৈনিক সংগ্রাম),সদস্য আশরাফুল ইসলাম ( দৈনিক খবরপত্র) এবং সদস্য সানোয়ার হোসেন ( ক্রাইম টিভি) ।