গত ২৮ জানুয়ারি রোববার এনডিপি’র রেইজ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক এর সিনিয়র সোস্যাল প্রোটেকশন ইকোনোমিস্ট আনিকা রহমান, কনসালটেন্ট নওসীন সোবহান ও পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী, উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী এবং প্রোগ্রাম অফিসার মো. জহিরুল ইসলাম।
প্রতিনিধি দলকে এনডিপি প্রধান কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এনডিপি’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক (প্রোগ্রাম) মো. শাহ্ আজাদ ইকবাল, পরিচালক (অর্থ ও হিসাব) মিলন কুমার রায় এবং সংস্থার সিনিয়র কর্মকর্তা সহ রেইজ টিমের কর্মকর্তাবৃন্দ।
পরে প্রতিনিধিদল এনডিপি কনফারেন্স রুমে আয়োজিত তরুন শিক্ষানবিশদের ০৫ দিন ব্যাপি “জীবন দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণে চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রতিনিধিগণ তরুনদের সাথে মতবিনিময়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরে সংস্থার উর্দ্ধতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন এবং রেইজ প্রকল্পসহ সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
মতবিনিময় সভা শেষে হাটিকুমরুল-নাটোর রেডস্থ ব্রাদার্স থাই এন্ড এ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানে শিক্ষানবিশি কার্যক্রমের অংশ হিসেবে কর্মপরিবেশ, শিখন অগ্রগতি, শিখন লিপিবদ্ধকরণ, স্বাস্থ্যগত নিরাপত্তা প্রভৃতি বিষয়গুলো সরেজমিনে পরিদর্শন করেন।
অতিথিদের ভাষ্য মতে, বর্তমানে দেশে তরুণ শ্রমশক্তি বাড়লেও তাদেরকে যথাযথোভাবে কাজে লাগানো যাচ্ছে না। পর্যাপ্ত কারিগরি দক্ষতায় ঘাটতি, শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্যতা এবং বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হলেও সে অনুপাতে সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না হওয়ায় যা দেশের উন্নয়ন যাত্রার প্রধান অন্তরায়। মানব সক্ষমতার বিকাশে তাদের জীবন দক্ষতা এবং মনো-সামাজিক কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্র্ণ এবং দক্ষ সমাজ গঠনে এ প্রকল্প কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি দক্ষ তরুনদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এনডিপি এর প্রতি আহ্বান জানান। পরিদর্শনের সময় প্রকল্প বিষয়গুলো উপস্থাপন করেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে “রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইজ)” প্রকল্পের সহযোগি সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) জুন ২০২২ সাল হতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও বগুড়া জেলার ১৩টি উপজেলার ২০টি শাখার মাধ্যমে প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ব্যবসা পুনরুদ্ধারে অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, তরুণ উদ্যোক্তাদের ঋণ প্রদান ও ২ মাস ব্যাপি “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন” প্রশিক্ষণ এবং গুরু-শিস্য মডেলে নিম্ন-আয়ের পরিবারভুক্ত তরুনদের শিক্ষানবিশি কর্মসূচির মাধ্যমে টেকসই কর্মে সম্পৃক্তের লক্ষ্যে মাস্টার ক্রাফটসপার্সন বা ওস্তাদ কারিগরদের অধীনে ০৬ মাস ব্যাপি বিভিন্ন টেকনিক্যাল ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে।