সদরসিরাজগঞ্জ

অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে র‌্যাব-১২ শ্রেষ্ঠ ব্যাটালিয়ন

গত ৩০  জুলাই, রোববার, র‌্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত অপরাধ সভায় শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেল র‌্যাব-১২, সিরাজগঞ্জ। বাংলাদেশ আমার অহংকার- এ স্লোগানকে সামনে নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য কাজ করছে।এ লক্ষে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ডাকাত দল-অপরাধ চক্র, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যা এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব-১২ নিয়মিত অভিযান পরিচালনাি করে আসছে। এধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ইতিপূর্বে যে সকল চরমপন্থী সর্বহারা সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মুলধারায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‌্যাব-১২।

এ বিষয়ে অনুষ্ঠিত অপরাধ সভায় র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয় র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন পিপিএম, কে শ্রেষ্ঠ ব্যাটালিয়নের বিশেষ সম্মাননা প্রদান করেন।

উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে অনেকটা বিরতির পর অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ১ম হওয়ার কৃতিত্ব দেখিয়েছে র‌্যাব-১২,সিরাজগঞ্জ। এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button