গত ২৩ সেপ্টেম্বর র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ চৌকস আভিযানিক দল জেলার হাটিকুমরুলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় হাটিকুমরুল বাজারস্থ নিউ লাইফ হসপিটালের সামনে থেকে ২১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও কেনা বেচার কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার পাটগ্রামএর প্রাইভেট কার চালক মো. রশিদুল ইসলাম (৩০) ও একই গ্রামের মো. ফিরোজ মিয়া (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।