রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী গ্রামের হতদরিদ্র মো. সাইফুল ইসলাম সরকার বাপ দাদার রেখে যাওয়া মই লাঙ্গল দিয়ে অন্যের জমি হাল চাষ করে এখনো সংসার চালাচ্ছেন। এক সময় এই হাল চাষ করে ভালোভাবেই সংসার চালাতে পারতেন। কিন্তু বর্তমান বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন মো. সাইফুল ইসলাম। এ পেশা ছাড়া তার অন্য কোনো আর পেশা নেই। শত কষ্টের মাঝেও পেশাটি ধরে রেখেছেন তিনি। গতকাল সকালে দরিদ্র সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এক সময় অন্যের জমিতে হালচাষ করে ভালোভাবে সংসার চললেও বর্তমানে আধুনিক যন্ত্রের কারণে গরু দিয়ে হাল চাষ কমে গেছে। ফলে সংসার চালানোও কষ্টকর হয়ে পড়েছে। চাষী সাইফুল ইসলাম আরোও বলেন, পূর্ব পুরুষের হাত ধরে প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে এই লাঙ্গল দিয়ে হাল চাষ করে যাচ্ছেন। সরকারি ভাবে একটি টিলার পেলে অন্যের জমিতে হাল চাষ করে সংসার চালাতে অনেক সহজ হত বলে মনে করেন দরিদ্র পরিবারের সন্তান মো. সাইফুল ইসলাম।
পরবর্তী দেখুন
6 minutes ago
দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন
10 minutes ago
উদ্যোক্তা আব্দুল মালেক এর দুগ্ধজাত পণ্যের সনদায়ন, বৈচিত্রায়ন ও তার সফলতার গল্প
1 day ago
উত্তরের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ
1 day ago
সলঙ্গার তাঁতপল্লীতে বেড়েছে ব্যস্ততা
1 day ago
এনডিপি জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচির লিগ্যাল এইড কমিউনিটি ক্লিনিক অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
মন্তব্য করুন
Check Also
Close