সিরাজগঞ্জ

শাহজাদপুর শিল্পী পরিষদ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার সকল সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত সমন্বয়ে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন
শাহজাদপুর শিল্পী পরিষদ।

শনিবার (২১ মে) শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশিষ্ট কন্ঠ শিল্পী মেজবাহ্ রানার সভাপতিত্বে শাহজাদপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সম্মিলিত সমন্বয়ে আলোচনা সাপেক্ষে এ সংগঠন গঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুর রফিক আহবায়ক, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদ। কামরুন্নাহার লাকী, পরিচালক, নৃত্যলোক, নৃত্য একাডেমি। সৈয়দ আনিছুজ্জামান, পরিচালক, অরণী সঙ্গীত নিকেতন। বিজন কুমার সাহা, সভাপতি, সুর শ্রাবণী সঙ্গীত বিদ্যালয়। বিধান কুন্ডু, পরিচালক, সারগাম সঙ্গীত ও নৃত্য একাডেমি। আহমদ রেজাউল করিম জ্যোতি, পরিচালক রুপালি নাট্য গোষ্ঠী। মো. রফিকুল ইসলাম রঞ্জু, সভাপতি, উন্মুুক্ত স্কাউট দল। নমিতা দত্ত, সভাপতি, সারেগামাপা সংগীত বিদ্যালয়। মো. বাবুল হাসান, সভাপতি, সংগ্রাম আবৃত্তি সংগঠন।
মো. বাবলু শেখ, পরিচালক, সুর ঝংকার সঙ্গীত বিদ্যালয়। কাজী তপন, পরিচালক, শাহ মখদুম বাউল একাডেমি। আশরাফুল ইসলাম বাবু, পরিচালক, ঐক্যতান সাংস্কৃতিক পরিষদ। মো. আইয়ুব আলী, সাংস্কৃতিক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ। মো. নাজমুল হোসেন, পরিচালক, অগ্নিবীণা সঙ্গীত বিদ্যালয়। মো. মিজানুর রহমান মিজান, তারুণ্য সঙ্গীত ক্লাব। মো. রেজাউল করিম সাউন্ড ইঞ্জিনিয়ার। মো. একরামুল হোসাইন (যন্ত্রশিল্পী )। মেহেদী হাসান হিমু, সহসম্পাদক, রবীন্দ্র থিয়েটার। মো. আলাউদ্দিন আল আজাদী, সম্পাদক, বিশ্ব সাহিত্য কেন্দ্র। মো. উজ্জ্বল হোসেন (কণ্ঠশিল্পী), মো.আলামিন (নাট্যশিল্পী), আনন্দ কুমার ঘোষ, পরিচালক, আনন্দধারা সঙ্গীত বিদ্যালয়। মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, সুর বাহার। মো. সিরাজুল ইসলাম, পরিচালক, কন্ঠস্বর আবৃত্তি সংগঠন। মো. আব্দুল খালেক, পরিচালক, সপ্তসুর সংগীত বিদ্যালয়। দীলিপ কুমার, পরিচালক, কৃষ্ণকলি আবৃত্তি সংগঠন। মীর গালিব (যন্ত্রশিল্পী), তৌফিক (যন্ত্রশিল্পী), আলামিন (কণ্ঠশিল্পী)। পি.এম. পলাশ,সাধারণ সম্পাদক, অগ্নিবীণা সঙ্গীত বিদ্যালয় ও মো. মেজবাহ্ রানা, পরিচালক, প্রধান শিক্ষক, শাহজাদপুর নজরুল একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button