আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জেলা শিক্ষক সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত এবং ইসলামি সংগীত পরিবেশন আলোচনাসভা ও কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, সিরাজগঞ্জ উপজেলা শাখার আয়োজন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের হাজী আহম্মাদ আলী কামিল মাদ্রাসায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন এবং সভাপতিত্ব করেন, হাজী আহম্মাদ আলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মিডিয়া এবং প্রচার সম্পাদক, আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দিন, ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রমুখ। আরও বক্তব্যে রাখেন, মটিয়ারপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদৎ হোসেন, শ্যামপুর আলিম মাদ্রাসা অধ্যক্ষ মো. আব্দুল লতিফ সেখ সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ।
অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন, চরছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে পরিশেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, সিরাজগঞ্জ জেলা ও উপজেলা শাখার কমিটি করা হয়। এসময়ে অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।