সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয় (বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়) এর প্রধান শিক্ষক মো. নুরুল আলম শেখ এবং সহকারী প্রধান শিক্ষক অতুল চন্দ্র সেন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধিশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো বলেন – শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করার পাশাপাশি সাহিত্য- সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতা করতে হবে। রাত জেগে এবং অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখার জন্য শিক্ষক ও অভিভাবকগনের দায়িত্ব রয়েছে। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন। প্রধান অতিথি এমপি মুন্না এসময় সকলকে বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ইভটিজিং রোধে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত, অতিথিদের শিক্ষার্থী (বিএনসিসি ও স্কাউট) গার্ড অব অনার প্রদর্শন এবং ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ,চিঠিপাঠ বিদায় কবিতা পাঠ ও বিদায়ী প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন , বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুছ ছালাম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাখালী অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সুকুমার চন্দ্র সুর রায়, অবসর প্রাপ্ত সাবেক উপজেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা মওলানা আব্দুল করিম , তিন নান্দিনা রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফনিন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান শিক্ষক আ.ফ.ম. নাজিম উদ্দীন হোসাইনী, বিদায়ী প্রধান শিক্ষক মো. নুরুল আলম শেখের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব খোকা।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আব্দুছ ছালাম প্রমাণিক । এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা যায়, অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক মো. নুরুল আলম শেখ তিনি ২৩ জানুয়ারি ২০২০ খ্রী. হতে ৩১ জুলাই-২০২৩ খ্রী. পর্যন্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে তিনি পদন্নোতি প্রাপ্ত হয়ে গত ১ আগষ্ট-২০২৩ খ্রী. হতে ২৬ অক্টোবর-২০২৩ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল ছিল তার শেষ কর্মদিবস। এদিনে অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।