
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে এডিপির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। শনিবার (২৭ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামগ্রি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
বেঞ্চ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কামারখন্দ -২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো: সেলিম ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা।





