চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে শিশু কল্যাণ বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

Eye Hospital Rajshahi

ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)র প্রকল্প, ফেইজ-২ ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এ প্রথম সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভার:) শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে সমাজসেবা অফিসার মামুনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফকির আব্দুল্লাহ আল মামুন, থানার উপ পরিদর্শক এসআই আনিছুর রহমান, সাবেক প্রকৌশলী সেরাজুল ইসলাম ও শিশু সুরক্ষা-সমাজকর্মী গোলাম রব্বানী প্রমুখ। এদিকে শিশুর সুরক্ষা সহায়তার জন্য ১০৯৮ নম্বরে যোগাযোগ করে সকল ধরনের সহযোগিতা নেয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button