সদরসিরাজগঞ্জ

শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার পুননির্মিত মন্দিরে মহাপ্রভুর গৃহ প্রবেশ সম্পন্ন

সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার পুননির্মিত মন্দিরে মহাপ্রভুর গৃহপ্রবেশ সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির কমিটির আেেয়াজনে গতকাল ১জুলাই)শুক্রবার ভোর ৬টায় শ্রী শ্রী মহাপ্রভুর গৃহ প্রবেশ সম্পন্ন হয়। এর পরে সকালে গীতা পাঠ,কীর্ত্তন, দুপুরে ভোগ ও ভক্ত সেবার আয়োজন করা হয়। এ সময় কয়েক হাজার ভক্ত প্রসাদ গ্রহন করেন। গীতা পাঠ করেন রতন চক্রবর্তি।


অনুষ্ঠানসমুহে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার বসাক, সাধারন সম্পাদক রশিক চন্দ্র পাল,সহসভাপতি চন্দ্র শেখর সাহা, সিরাজগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেঁট সুকুমার চন্দ্র দাস। মন্দির কমিটির সহসভাপতি নরেশ চন্দ্র ভৌমিক ও ডাঃ আনন্দ সাহা, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার কানুসহ সাধারন সম্পাদক তুলসী সাহা ও উৎপল সাহা, কোষাধ্যক্ষ শ্যামল সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি অশোক ব্যানার্জী প্রমূখ। এর আগে গত শুক্রবার (২৪ জুন) সন্ধায় পুননির্মিত মন্দিরের উদ্বোধন এবং সাতদিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ করেন ভারতের কোচবিহার গৌর বিষুপ্রিয়া সেবাশ্রমের মহারাজ শ্রীকান্ত দাসজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button