ভাঙ্গুড়া প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. নাজমুল হুদা।
পেশাগত দক্ষতা, একাডেমিক যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের অসামান্য অবদান রাখায় সার্বিক বিবেচনায় এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
গত রোববার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জেলার শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাকটর হিসাবে তাঁর নাম ঘোষণা করেন। এ বিষয়ে পাবনা জেলার শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর মো. নাজমুল হুদা বলেন, আসলে আমি শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হওয়ার জন্য কিছু করিনি। আমার নির্ধারিত কাজগুলোর পাশাপাশি চেষ্টা করেছি নতুন কিছু দেওয়ার বা নতুন কিছু করার জন্য। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।