সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সিরাজগঞ্জে রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৮ নভেম্বর, শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের মিনিফিলেচার কেন্দ্রে দিনব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর ‘বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা শীর্ষক প্রকল্প (২য় পর্যায়)’ এর অর্থায়নে এবং জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় সিরাজগঞ্জ এর বাস্তবায়নে এই রেশম চাষী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয় এর উপপরিচালক মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেন।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর ম্যানেজার এসএম আব্দুল আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর পরিচালক মোহাম্মদ এমদাদুল বারী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর প্রকল্প পরিচালক ও প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রধান মনিটরিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু, সিরাজগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর মো. ইয়ামিন।

কৃষক সমাবেশে বক্তারা রেশম চাষের গুরুত্বারোপ করে বলেন, সিরাজগঞ্জ জেলায় রেশম চাষের অনেক সম্ভাবনা রয়েছে। যা গত কয়েক বছরে চাষ করে এখানকার রেশম চাষীরা প্রমাণ করেছেন। বর্তমানে রেশম চাষ করে এ অঞ্চলের রেশম চাষীরা বেশ লাভবান হচ্ছেন। তাই এখানকার চাষীরা আরও বেশি বেশি রেশম চাষ তথা জমিতে তুঁত গাছ রোপন করে অনেক বেশি লাভবান হতে পারেন। কেননা রেশম চাষের জন্য জমিতে তুঁত গাছ লাগানোর পাশাপাশি সাথী ফসলও আবাদের সুযোগ রয়েছে। এতে করেও কৃষকেরা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। মূলতঃ তুঁত চাষের প্রতি কৃষকদের আরো বেশি বেশি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ কৃষক সমাবেশ বলে জানান বক্তারা।  কৃষক সমাবেশে সিরাজগঞ্জ সদর উপজেলার রেশম চাষীরা উপস্থিত ছিলেন।

এর আগে রেশম চাষের গুরত্ব তুলে ধরে রেশম চাষীদের নিয়ে একটি র‌্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এছাড়াও জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় সিরাজগঞ্জ এর বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট  কনটেন্টের মাধ্যেমে স্টেকহোল্ডারগণের সমন্বয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। যাতে সিরাজগঞ্জ সদর উপজেলার রেশম চাষীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button