সিরাজগঞ্জ

কামারখন্দ উপজেলা সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলী ও নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  গত ১৫ এপ্রিল, শনিবার ২৩ রমজান বাদ আছর সিরাজগঞ্জ শহরের এস,এস,রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে কামারখন্দ উপজেলা সমাজ কল্যাণ সংস্থার ২২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী এবং ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

গত ৩ ডিসেম্বর, ২০২২ বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সংস্থা পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সংস্থার নবনির্বাচিত সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে যৌথ আলোচনায় সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদে সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা সমাজ কল্যাণ সংস্থা পরিচালনার জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি হায়দার আলী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের সেলিমের সঞ্চালনায় আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, কামারখন্দ উপজেলা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান ।

সভায় ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহসভাপতিএস,এম,জহুরুল ইসলাম, অ্যাড. নাসিম সরকার হাকিম,হায়দার আলী খান,ফরিদুল ইসলাম, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোকলেছুর রহমান মান্নান, সহ-সাধারন সম্পাদক রুহুল আমিন তালুকদার শাহীন,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম টুটুল, অর্থ সম্পাদক এস,এম,আব্দুল খালেক,সমাজ কল্যাণ আব্দুল্লাহ আল ফারুক মানিক,প্রচার মোস্তাফিজুর রহমান মুছা,দপ্তর সেজান আল কাইউম শাকিল,সাংস্কৃতিক ও ক্রিয়া শাহ আলম,মহিলা বিষয়ক সম্পাদক নারগীছ আফরোজা, সদস্য বিশিষ্ট সাংবাদিক গাজী শাহাদাত হোসেন ফিরোজী, সাখাওয়াত হোসেন শাহান,ইকবাল হোসেন,গোলাম সরোয়ার ও ফজল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্য, ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা,২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল সদস্য এবং সংস্থার সাবেক সভাপতি মহিউদ্দিন দস্তগীর সুলতানসহ প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাযাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button