দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জে নির্বাচন সংশ্লিষ্ট বিধিবিধান, মনোনয়নপত্র বিতরণ-গ্রহন ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত রোববার, ১৯ নভেম্বর, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল( বিপিএমবার)( পিপিএম বার ), জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম মোস্তফা, কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজার রহমান, কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মো. মজিবুল হক, বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রায়হান কুদ্দুস, রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়, চৌহালী উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন, উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা, ও মো. হাসিব বিন সাহার প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব-১২, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ বিভাগের বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ। উল্লেখ্য, সভায় আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান ও অন্যন্য প্রসঙ্গে আলোচনা করা হয়।