সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৫২তম, জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার ০৪ নভেম্বর, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে সমবায় দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব গিয়ে শেষ হয়। পরে দিবসে জাতীয় ও সমবায় পতাকা উওোলন বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। র্যালি শেষে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনার সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা এস এম সামিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না তার বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের যাদু স্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী সমবায় ভিত্তিক সমাজ করে তোলার জন্য কাজ করেছেন। তিনি বলেন মুম্বাই একটি প্রাচীন অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক তথা জাতীয় উন্নয়ন পদ্ধতি অগ্রগতি অর্জনে সমবায় একটি পরীক্ষিত সকল পদ্ধতি । একক প্রচেষ্টায় যা করা সম্ভব নয় সমবায় পদ্ধতিতে তা সহজই করা সম্ভব। তাই প্রাচীনকাল থেকেই সমবায় বিশ্ব ব্যাপী জনগণের আর্থ সামাজিক উন্নয়নের অন্যতম কাজ আর কৌশল হিসেবে ব্যবহুত হয়ে আসছে। অনুষ্ঠানের সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন, বিশ্বের দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিওিক সমাজ গঠন উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সমবায়ের ভিওিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন, তারাই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগে গ্রামান্চলে দারিদ্র্যের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছেন। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ((সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন, এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন অগ্রণী দুয়ার ব্যাংকিং লিমিটেড এজেন্ট শাখার পরিচালক ও উন্নয়ন বহমূখী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো. আসলাম সেখ, মাছরাঙা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম, কাওয়াকোলা ইউনিয়ন মৎসজীবী সমবায় সমিতির মো. সুরুুজ্জামান, আস্থা মাশরুম চাষী মহিলা সমিতির লিমিটেডের সভাপতি শিরিন ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের ইনপেক্টর রেজওয়ানা ইসলাম জেমি।