এনডিপি বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে জয়পুরহাট ও দিনাজপুরে নারীদের ফুটবল ম্যাচে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে নারীদল, পুরুষ দল, কিশোর কিশোরী দল ও ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সদস্যবৃন্দসহ প্রকল্পের সকল ষ্টাফ অংশগ্রহণ করেন।
এসময় প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে পরিবর্তিত হচ্ছে সমাজ কাঠামো বিকশিত হচ্ছে সভ্যতা কিন্তু বন্ধ হয়নি নারীর প্রতি সহিংসতা। জয়পুরহাট এবং দিনাজপুরে নারীদের ফুটবল ম্যাচের বিরুদ্ধে আপত্তি এবং এর ফলে ঘটে যাওয়া সহিংসতা প্রমান করে যে, নারীদের স্বাধীনতা ও সুযোগ রোধে প্রথাগত পিতৃতান্ত্রিক মনোভাব এখনো বিদ্যমান। যে দেশে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে এমন ঘটনা গ্রহন যোগ্য নয়।
প্রকল্প সমন্বয়কারী মোছা. আকতারী বেগম বলেন, নারীর অধিকারকে ক্ষুন্ন করতে চায় এমন প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহবান জানান। যাতে করে নারী ও কন্যা শিশুরা সহিংসতার ভয় ছাড়া খেলাধূলাসহ সকলক্ষেত্রে সমান ও স্বাধীনভাবে অংশগ্রহন করতে পারে।
ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপ এর সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল বলেন নারীদের খেলাধূলা ও বিনোদনের অধিকারকে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি খেলাধূলায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরনে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহবান জানান।
আমবাড়িয়া নারী দল এর দলনেতা মোছা. সাবিনা খাতুন বলেন, নারী ও কন্যা শিশুদের খেলাধূলায় অংশগ্রহনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করে জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। প্রসঙ্গত এ্যামবাসি অফ সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।