প্রতিদিন প্রতিবেদন : সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভুমিদাতা খেদন রাম সাঁও (খেদন সর্দার) এর পৌত্রের কর্মসংস্থানে এগিয়ে এলো সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশন। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে স্থানীয় নর্থ টাউন হোটেলের হল রুমে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এউদ্যোগের বিষয় ঘোষণা করেন সংগঠনের সভাপতি কবি মিতালী হোসেন।
সভায় বক্তাগন বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম ভুমি দাতা স্বর্গীয় খেদন রাম সাঁও। সোশাল মিডিয়ার মাধ্যমে অ্যাসেসিয়েশন জানতে পারে তার পৌত্র সন্তোষ কুমার বাবু অসহায় জীবন-যাপন করছেন। বিষয়টি জানতে পেরে প্রাক্তন শিক্ষার্র্থীদের সংগঠন তার কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করে।
বক্তাগন বলেন, খেদন রাম সাঁও (খেদন সর্দার) বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম দাতা। তিনি এজন্য ৩ একর ভূমি দান করেছিলেন। তার দানকৃত ভুমিতে প্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে প্রতি বছর শিক্ষার আলোয় আলোকিত হচ্ছেন সিরাজগঞ্জের অসংখ্য নারী। অথচ ভূমিদাতা খেদন রাম সাঁও এর পৌত্র ্িবশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েও বেকার হয়ে অসহায় জীবন যাপন করছেন। বিষয়টি অ্যাসোসিয়েশনের দৃষ্টিতে এলে তারা সন্তোষ বাবুকে কর্মসংস্থানের উদ্যোগ নেন।
গতকাল আনুষ্ঠানিকভাবে প্রাক্তন ছাত্রীদের সংগঠন খেদন সর্দারের পৌত্রকে গ্যাস সিলিন্ডার ব্যবসা পরিচালনার আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক ও কবি মিতালী হোসেন। তিনি তার বক্তব্যে বলেন এই কর্মসংস্থান কার্যক্রমের মধ্যদিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেদন রাম সাঁও এর প্রতি কিছুটা হলেও ্ঋণ শোধ করার সুযোগ পেল।
খেদন রাম সাঁও এর পৌত্র সন্তোষ কুমার বাবু তার বক্তব্যে এই উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সমাজকর্মী ও বাসদ নেতা নব কুমার, ব্যবসায়ী পলাশ ঘোষ, মানবাধিকার কর্মী রফিক প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কবি, প্রাবন্ধিক মিতালী হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, আইনজীবী, কবি রুমানা ইয়াসমিন শাওন।