সাহিত্যসিরাজগঞ্জ

জেলা সাহিত্য মেলার উদ্বোধন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং জেলা প্রশাসন সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় সাহিত্য মেলা সম্মেলন-২০২৩ উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৩, সিরাজগঞ্জ-২, আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংসদ আইন) মো. মোখলেছুর রহমান আকন্দ।  মুল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ইসাহাক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে.এম. হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা প্রমূখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপ্রতি রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

সাহিত্য মেলায় সিরাজগঞ্জ শহরের জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাগন, শিক্ষাবি, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ‘সিরাজগঞ্জ জেলার কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য’ শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করবেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক করুণা রাণী সাহা । আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক ইসহাক খান। এদিন শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

এছাড়াও সাহিত্য মেলার প্রথম দিনে স্থানীয় লেখকদেও স্বরচিত কবিতা, গল্প ও নাটক থেকে পাঠ। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাগারের রোজনামচা নাটক মঞ্চস্থ হয়।

সাহিত্য মেলায় প্রাবন্ধিক  ও সাহিত্যিক হিসেবে  ১১০ নাম রেজিস্ট্রেশন করেন। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার তৃণমূল পর্যায়ের কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ের জনসমক্ষে তুলে ধরা। আগামী দিনে তরুণ প্রজন্মেরা সাহিত্য,সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমানের অবদান রাখতে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button