সিরাজগঞ্জ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বানে সিরাজগঞ্জে গণঅনশন কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যয় সিরাজগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৭ দফা দাবী ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মত শনিবার সকালে মুজিব সড়কস্থ মহাপ্রভুর আখড়ার সামনে অনুষ্ঠিত হয়। গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস।

গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি অশোক ব্যানার্জি, হিন্দু সংঘের বিভাগীয় নেতা সঞ্জিব সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ পিনু, যুগ্ম সম্পাদক উৎপল সাহা, দীলিপ সাহা,হিন্দু নেতা বারিদ বরন ঘোষ,দীপক বিশ^াস ও কমরেড সুনিল কুমার দে প্রমুখ।

সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত গণঅনশন অনুষ্ঠান শেষে হিন্দু নেতা বারিদ বরন ঘোষ অনশনে অংশ গ্রহনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। গণঅনশন অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু নেতা দীলিপ কুমার গৌর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button