রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে নির্বাচিত জেলা পরিষদ সদস্য সুমন সরকারের সংবাদ সম্মেলন

রায়গঞ্জ প্রতিনিধি : গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকারের বিরূদ্ধে ভোটারদের জাল টাকার বান্ডিল দেওয়ার রটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বুধবার বিকেলে রায়গঞ্জ প্রেসক্লাবে আহুত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ করেন নির্বাচিত জেলা পরিষদ সদস্য গোলাম হাসান সুমন সরকার। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কে. এম. রফিকুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম খানসহ ক্লাব এর সদস্যবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে তিনি বলেন ,শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে তার বিজয়ী হওয়াকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি মেনে নিতে পারেনি। তারা এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে আমার মযার্দা ক্ষুন্ন করার জন্য ওই মিথ্যা ও বানোয়াট কাহিনী রটিয়ে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করেছে। এ ছাড়াও ওই মহল নির্বাচন কমিশন ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করারও অপচেষ্টা করেছে। সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button