সিরাজগঞ্জে সদর উপজেলা স্কাউটসের এডহক কমিটির অধিনে (ত্রৈ-বার্ষিক) কাউন্সিল সভা গত শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ কাউন্সিল সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলা নবনির্বাচিত কমিটি জেলা স্কাউটসের সাবেক সম্পাদক যুগ্ম – সাধারণ সম্পাদক ও সহকারী পরিচালক ও স্কাউটারদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে সদর উপজেলা স্কাউট।
২৮ জানুয়ারি বিকেলে সিরাজী সড়ক রোডস্থ স্কাউট ভবণে সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন, জেলা স্কাউটসের এলটি প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন, (এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক কমিশনার মো. সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা এডহক কমিটির সাবেক সদস্য ও সাবেক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নবনির্বাচিত কমিশনার মো. রেজাউল করিম, সম্পাদক মো. আব্দুল কাদের ইমন। সিরাজগঞ্জ সদর উপজেলা এডহক কমিটি সাবেক সদস্য সাংবাদিক মো. হোসেন আলী (ছোট্ট)।
এছাড়াও অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।