কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে আন্তর্জাতিক স্বক্ষরতা দিবস পালিত হয়। গত ৮ সেপ্টেম্বর রোববার বাড়ি ভিত্তিক স্বাস্থ্য ও শিক্ষা সেবা প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে ব্যানার ও ফেষ্টুন নিয়ে শোভাযত্রা, আলোচনা সভা, আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসের মুল বিষয় উপস্থাপন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে একটি শোভাযাত্রা বের হয়। এতে অংশগ্রহন করেন তাড়াশ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বাড়ি ভিত্তিক স্বাস্থ্য ও শিক্ষা সেবা কার্যক্রমের উপকারভোগী, ওপিডি সদস্য, এডিডি ইন্টারন্যাশনালের কর্মীবৃন্দ ও কেপিইউএস এর কর্মীবৃন্দ।
পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীয় প্রকল্পের ১০ জন প্রতিন্ধী শিশু অংশগ্রহন করে। প্রত্যেক অংশগ্রহনকারী শিশুকে পুরপ্রস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার সদস্যবৃন্দ, এডিডি এর প্রতিনিধি মো. মসিুদ রানা, জিবিএস এর প্রকল্প কর্মকর্তা মো. দিলডার হোসেন, মসিটরিং অফিসার মো. মহব্বত আলী, তাড়াশ সমন্বয় প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা গোপার চন্দ্র শীল, মনিটরিং অফিসা কেএম নাজমুল ইসলাম মো. রুহুল আমীন, বানু আক্তার, পিজিও ফেরাপিষ্ট সৌরভ কুমার রায়, মো. মুসলেম উদ্দিন, কেপিইউএস এর জেন্ডার ফোকাল পার্সন সূমী ইসলাম।