উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাজী পুনর্মিলনী সভা -২০২৪ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১২ টার দিকে পৌরশহরের ঘোষগাঁতী মহল্লার মডেল টাউন (কামারপাড়া) এলাকায় ১৪তম হাজী পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী হজ্ব এজেন্সি মেসার্স মীর ট্রাভেলস এ অনুষ্ঠানের আয়োজন করে।
মীর ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মান্নান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সৌদি সরকার কতৃক অনুমোদিত হজ্ব এজেন্সি মেসার্স মীর ট্রাভেলস দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সহিত হজ্বযাত্রী নিয়ে কাজ করে আসছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্বল্প খরচে যত্ন সহকারে হজ্বযাত্রীদের নিয়ে কাজ করে যেতে চাই। স্থানীয় সরকারি আকবর আলী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. ছাইদুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় এ সময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. আতিকুল ইসলাম, উপ অধ্যক্ষ মাওলানা মো. আবু তালেব, বন্যাকান্দি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. মিজানুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক হজ্বযাত্রী সহ সুধী সমাজ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।