সদরসিরাজগঞ্জ

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক কুইজ প্রতিযোগিতা

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মাহবুব পাঠাগারের উদ্যোগ

বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠগার বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজন করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক কুইজ প্রতিযোগিতা। সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় প্রেসক্লাব ভবনের দোতলায় অবস্থিত মাহবুবুল হক পাঠাগার কক্ষে ১৪ আগষ্ট, সোমবার, সকাল ১০টায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় পাঠাগারের ২৬ জন পাঠক সদস্য। পরে বিকেল ৪টায় পাঠাগার কক্ষে প্রতিযোগীদের মাঝে বই উপহার ও পরিচয় পত্র বিতরণ করা হয়।

বই ও পরিচয় পত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন পাঠাগার সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।  অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার ও ঘনিষ্ট আত্মীয়-স্বজন ও রাজনীতিকদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার এর প্রধান উপদেষ্টা, জেলা জাসদ সভ্পাতি, জেলা ১৪ দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদ সাধারণ সম্পাদক, পাঠাগার সম্পাদক ও বিশিষ্ট লেখক আবু বকর ভুইয়া, সাহিত্য সম্পাদক, কথা সাহিত্যিক মনিরুজ্জামান খান ও জেলা বাসদের আহ্বায়ক সোহরাওয়ার্দ্দী খান প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেও মাঝে বই ও পাঠাগার এর পরিচয় পত্র তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ও অতিথিবৃন্দ।

এসময় বক্তাগন বলেন, ২৩ বছর পাকিস্তানি শাসন ও শোষনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব এর অকুতোভয় নেতৃত্বে বীর বাঙালি জেগে ওঠে। পরিচালনা করে সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে বাংলাভাষাভাষি জনগনের একমাত্র স্বাধীন রাষ্ট্রভূমি বাংলাদেশ। স্বাধীন দেশ গড়তে বঙ্গবন্ধুকে জানা একান্ত প্রয়োজন। শোকের মাস আগষ্ট মাসে বঙ্গবন্ধু ও তার পরিবার ও ঘনিষ্টরাজনীতিকদের বিদায়ের মাসে আয়েজন করে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক কুইজ প্রতিযোগিতা। বক্তাগন আরও বলেন, ২০৪১ সাল নাগাদ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মান করতে বই পড়ার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button