উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় চতুর্দশ গ্রন্থমেলা শুরু

মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: ‘আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উল্লাপাড়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী চতুর্দশ গ্রন্থমেলা-২০২৪। উল্লাপাড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে  মেলার শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক কল্যাণ ভৌমিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু সঞ্চালনা করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা (৫০ পয়সা) চাঁদার অর্থে গঠিত জ্ঞানের আলো ট্রাষ্টের মাধ্যমে প্রতিবছর উপজেলা পরিষদ চত্বরে এই গ্রন্থমেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের চাঁদার অর্থে মেলা পরিচালিত হয় বলে এর মূল প্রতিপাদ্য ‘আট আনায় জীবনের আলো’।

২০১০ সাল থেকে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক “আট আনা” চাঁদার অর্থে উল্লাপাড়ায় গ্রন্থমেলার আয়োজন করে আসছে উপজেলা প্রশাসন।

প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে শিশু কিশোরদের লেখা নিয়ে “ফাগুনের আবাহন” নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। এ বছর মেলায় ৭৪টি স্টল দেওয়া হয়েছে। মেলা অঙ্গনে সাংষ্কৃতিক মঞ্চে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংষ্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। প্রতি বছরের মত শিশু কিশোরদের লেখা নিয়ে এবারও প্রকাশিত হবে স্মরণিকা ‘ফাগুনের আবাহনথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button