সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়।  শনিবার, ৫ নভেম্বর, সকালে দিবসের বর্ণাঢ্য রালি কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শেষ হয়। র‌্যালি শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।  পরে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। এসময় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সমবায় অফিসার সামিউল ইসলাম।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, এমপি বলেন,  দেশে সমবায় কর্মকান্ডের মাধ্যমে ১ লাখ ২১ হাজার ৮শত নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে । আমাদের সমবায় কার্যক্রমকে আরও বেগবান করে দেশে বেকারত্ব দুরীকরণে সরকারের সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভও অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। কারণ, সমবায়কে বঙ্গবন্ধু উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সেই লক্ষ্যেই তিনি গ্রামে-গ্রামে বহুমুখী কো-অপারেটিভ গড়ার আহ্বান জানিয়েছিলেন। প্রধান অতিথি আরও বলেন, বঙ্গবন্ধু সমবায়ের আদর্শে দেশের উৎপাদন ব্যবস্থা তৈরি করে সাধারণ মানুষের স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলান উদ্দিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলান আহমেদ, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নিরাপদ ক্রাইম সামিউল আলম, এছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলার সমবায় কর্মকতা আমানতউল্লাহ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, কাওয়াকোলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক সুরুজ্জামানসহ সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড এর সমবায়ী ও শিক্ষাবিদ মকতেল হোসেন ও রানা ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিভাগের সমবায় ইন্সপেক্টর রেজওয়ানা ইসলাম জেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button