রায়গঞ্জসিরাজগঞ্জ

রায়গঞ্জে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন

ফজলুল হক খান রায়গঞ্জ থেকে – রায়গঞ্জে স্বাধীন জীবন -জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বাধীন জীবন -জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জের সভাপতি অধ্যক্ষ মুহা. শামসুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখি সরকারী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনের সড়কে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন প্রকৃতি ও বায়ু পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের প্রভাবে সম্প্রতি বজ্রপাত বেশি হচ্ছে শুধু নয় – এতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। তালগাছ রোপনের ফলে বজ্রপাতে প্রাণহানি কমানো সম্ভব। তালগাছ রোপনের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করাও তাদের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

সংগঠন সূত্র জানায়, শহীদ এম মনসুর আলী সড়কের সোনামুখি থেকে পিপুলবাড়িয়া পর্যন্ত প্রায় ১৫ কি মি রাস্তায় ধাপে ধাপে তালবীজ রোপন করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। তারই অংশ হিসেবে প্রথম পর্বে এক হাজার তালবীজ রোপন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে স্বাধীন জীবন – জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক নাছিম, সহ সভাপতি হাসান উল বান্না সেতু, সদস্য মো. আনোয়ার হোসেন, সরকারী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রিপন কুমার সাহাসহ শিক্ষক- শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button