সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সাম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে নিয়ে সাম্প্রদায়িক সাম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার, ৩ মে সকালে সিরাজগঞ্জের জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ও ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের সহ-সভাপতি মো. রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৩ সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া। পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফুলাদ হায়দার খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ফজলু কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেন আলী আমজাদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইসলাম যে সন্ত্রাস, জঙ্গিবাদ কখনোই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আর্বিভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও মানবতার জন্য। ইসলাম মানুষকে প্রকৃত মানুষ বানানোর শিক্ষা দেয়। আল্লাহ তায়ালা হেদায়েতের মালিক। যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। দ্বীনি দাওয়াত গ্রহণ করানোর ক্ষেত্রে নবী করীম (সা.), সাহাবাগণ (রা.) কোন রকম জোর-জবরদস্তি করেননি। মানুষ তাদের এই দাওয়াতে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করেন। রাসুলুল্লাহ (সা.)-এর দাওয়াতের পদ্ধতি অনুসরণ করে দ্বীনি-দাওয়াতের সিলসিলা এখনও দুনিয়ায় বিদ্যমান আছে। নায়েবে রাসূল (সা.), ওয়ারাসাতুল আম্বিয়া, পীর-মাশায়েখ, অলি-আউলিয়া, হাক্কানী আলেম-ওলামা যুগ যুগ ধরে দুনিয়ার বুকে দ্বীনি দাওয়াতের কাজে নিরলসভাবে মেহনত করে চলছেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button