রায়গঞ্জসিরাজগঞ্জ

শীতের আগমনে রায়গঞ্জে লেপ-তোষকের চাহিদা বাড়ছে

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: শীতের আগমনী বার্তায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে বেড়েছে লেপ-তোষকের পাশাপাশি বালিশ তৈরির কাজে দোকানিদের ব্যস্ততাও লক্ষ করা গেছে। ৪ থেকে ৫ হাতের প্রতিটি লেপ-তোষক বানানো শ্রমিকের মজুরি ধরা হয়েছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। আর প্রতিটি লেপের মূল্য ধরা হচ্ছে ১হাজার ১৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। একটি তোষকের মূল্য ধরা হচ্ছে ১হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা। এছাড়াও লেপ-তোষকের আকার ভেদে এবং তুলা ও কাপড় ভেদে দাম কিছুটা কমবেশি হতে পারে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতকে সামনে রেখে স্থানীয় বিভিন্ন হাটবাজারে দিন রাত সমান তালে রেডিমেড দোকানে লেপ-তোষক তৈরির কাজে কারিগররা ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার হাটপাঙ্গাসী বাজারের এক রেডিমেড দোকান ব্যবসায়ী বলেন, লেপ-তোশক তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রীর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় লেপ-তোষকের দাম তেমন বৃদ্ধি করা হয়নি। শীতের আগমনীতে ধীরে ধীরে  বাড়তে শুরু করেছে লেপ-তোষকের চাহিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button