আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায় ও সুবিধা বঞ্চিত ৩৪০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩মার্চ) বিকেলে উপজেলার বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ মাঠে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছোলা দুই কেজি, চিনি দুই কেজি, মসুরের ডাল দুই কেজি, সয়াবিন তেল দুই লিটার, আলু দুই কেজি ও চাল ১০ কেজি।
এসময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রেজাউল করিম ইনকিলাবকে জানান এটি একটি আন্তর্জাতিক সংগঠন। আমরা বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মানবিক সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে বাংলাদেশের চারটি জেলায় দুই হাজার ২০০ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে,সিরাজগঞ্জ জেলার দুইটি উপজেলা বেলকুচি ও শাহজাদপুরে ৫৯০ জন অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।