সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আইনজীবী সমিতির  নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে গত মঙ্গলবার, ৩১ জানুয়া্ির জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত পরিষদ। বাকি ০৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থিতরা জয়লাভ করে।

গত ১ ফেব্রুয়ারি, বুধবার, দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান,  বাংলাদেশ বার কাউন্সিল রোল অ্যান্ড পাবলিকেশনস কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুর রহমান প্রমূখ।

গত ৩১ জানুয়ারি, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত গণনা চলে। গণণাশেষে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফল ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ।  আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭ পদে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন সভাপতি পদে বিজয়ী হন। নির্বাচনে সহসভাপতি পদে মশিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট আনোয়ার পারভেজ লিমন, সহকারী গ্রন্থাগার পদে সম্পাদক ফজলুল হক হিরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে এনামুল হক, কোষাধ্যক্ষ পদে রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক পদে গোলাপ হোসেন। একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা, এ কে এম হাসান ফারুক রুমী ও রেজাউল বারি রন্টু নির্বাচিত হন।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন সহসভাপতি আলীমুল হক, সহসাধারণ সম্পাদক পদে কামরুল হুদা, গ্রন্থাগার সম্পাদক পদে নাদিম ইবনে মোস্তফা, সহকারী হিসাব নিরীক্ষক পদে মাওলানা মুফতি মো. শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে মীর রুহুল আমিন বাবু ও আমান উল্লাহ মণ্ডল নির্বাচিন হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button