সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি লিটন, সম্পাদক মাসুদ নির্বাচিত

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মো. কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ নির্বাচিত হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন।

এর আগে, বুধবার ৩১ জানুয়ারি রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামীলীগ পন্থী পরিষদ থেকে সভাপতি সহ মোট ০৯টি পদে জয় লাভ করেছে। অপরদিকে, বাকি ৮টি পদে জয় লাভ করেছে বিএনপি পন্থী আইনজীবী পরিষদ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যারা সহসভাপতি অ্যাড. লুৎফর রহমান ও অ্যাড. মো. আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নাদিম ইবনে মোস্তফা, গ্রন্থাগার সম্পাদক অ্যাড. আসিফ আজাদ রাতুল, সহকারী গ্রন্থাগার সম্পাদক অ্যাড. মোছা. খাতুনে জান্নাত বন্যা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাড. মো. মুজাহিদ বিন রহমান মিঠুন, কোষাধ্যক্ষ সম্পাদক অ্যাড. ওয়ালী উল্লাহ, হিসাব নিরীক্ষক অ্যাড. গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরক্ষক অ্যাড. সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য অ্যাড. আমান উল্লাহ মন্ডল, অ্যাড. হেদায়েতুল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম সেলিম অ্যাড. এ.কে.এম হাসান ফারুক রুমি, অ্যাড. এনামুল করিম শাহিন এবং অ্যাডভোকেট রেজাউল বারী রন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button