নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী বিএনপি-জামাত এর সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান ও মিছিল বের করে। শনিবার, ১০ ডিসেম্বর, বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে.এম. হোসেন আলী হাসান এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগনের নেতা কর্মীদের অংশগ্রহণে বিরাট বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না , সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সাবেক ছাত্র নেতা সিনিয়র আইনজীবী আব্দুল হামিদ সরকারসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তাগ, সারাদেশে বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এসময় নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারি জানান।