সদরসিরাজগঞ্জ

জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে শোক থেকে শক্তি,শক্তি থেকে জাগরণ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার, ৩১ আগস্ট, বিকেলে শহরের দলীয় আওয়ামী লীগ কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে শেষ হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ম -আহবায়ক সঞ্জয় সাহা সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সামাদ তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরকার, আহবায়ক কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান, সদস্য আরাফাত রহমান হিরক, সদর থানা আওয়ামী যুবলীগের লীগের সভাপতি এস.এম. বারীসহ জেলা যুবলীগের অন্যান্য সদস্য সহ বিভিন্ন উপজেলা যুবলীগের সভাপতি,সাধারণ সম্পাদকগণ।

এসময় যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ ভাইয়ের নেতৃত্বে বিএনপি, জামাত এর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে মাঠ পর্যায়ে কাজ করবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে এবং সিরাজগঞ্জ জেলা যুবলীগের সংগঠনকে গতিশীল ও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছে জেলা যুবলীগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button