সিরাজগঞ্জে জেলা ইজতেমার মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের ইজতেমা। গত শনিবার (৩০ নভেম্বর) ১২ টায় যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে অবস্থিত পৌর এলাকার ৭ নং ওয়ার্ড রানীগ্রামে ইজতেমার মাঠে আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লীগণ।
জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।
ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।
তাবলিগ জামাতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এসএম নাজিম উদ্দীন জানান, আমিন আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলার ফয়সাল ও শুরার পক্ষে ডা. এস এম নাজিম সাহেব বলেন, সিরাজগঞ্জ জেলা ইজতেমা আমাদের শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছরের জেলা ইজতেমা করবো সবার সার্বিক সহযোগিতায়।
ফয়সাল ও শূরার সাথী মো: নূরুল ইসলাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় সিরাজগঞ্জ জেলা ইজতেমা করে থাকি সেখানে দেশি ও বিদেশী জামাত অংশ গ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন আমাদের কে সব সময় ইজতেমার সফল করতে শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতায় করেন।
পৌর শহরে ধানবান্ধী গ্রামের তাবলীগের সাথী মো. শিবলী সাদিক জানান, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি প্রতি বছর সিরাজগঞ্জের পৌর এলাকায় ৭ নং ওয়ার্ড রানীগ্রামে প্রতি বছরের ন্যায় জেলা ইজতেমা হয়ে থাকে। মহান আল্লাহ পাকের কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেছি। আমরা চাই আগামীতেও এই ভাবে একই জায়গায় ইজতেমা হোক। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ইজতেমার আখেরি মোনাজাত করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বী মাওলানা শামসুদ্দিন সাহেব।