বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় মৌসুমী বন্যায় আগাম সাড়াদান-২০২৩ প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর পরিচালক (গবেষনা ও প্রশিক্ষণ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলা জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জান। সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এতে চৌহালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় বিস্তারিত আলোচনা করেন উক্ত প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. বুলবুল হোসাইন। আলোচনায় অতিথিবৃন্দ এনডিপির সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন উক্ত কার্যক্রমকে স্বাগত জানান এবং তাদের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য মৌসুমী বন্যায় আগাম সাড়াদান-২০২৩ প্রকল্পটি জাতিসংঘের অর্থায়নে এবং বিশ^ খাদ্য কর্মসূচি( ডাব্লিউএফপি) এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার ৬টি উপজেলায় বাস্তবায়িত হবে। মূলত বন্যায় আগাম সারাদানের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্থ মানুষের আর্থিক ঝুঁকিহ্রাসে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।