সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা সড়কের ব্যাক্তিগত পাঠাগারের প্রতিষ্ঠাতা আব্দুল বারী গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ জোহর পিডিবি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এবং রহমতগঞ্জ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
আব্দুল বারী ব্যক্তিগত জীবনে ছিলেন চিরকুমার। তিনি ঠিকাদারি পেশার পাশাপাশি অবসরে বই পড়তেন। এভাবে একসময় তার ব্যক্তিগত সংগ্রহে ৫ হাজার বইয়ের বিশাল সংগ্রহ গড়ে ওঠে। জ্ঞান ও সত্যের আলো জ্বালাতে তিনি তার সংগ্রহের বই নিয়ে তার শয়ন কক্ষকে ব্যবহার করে প্রতিষ্ঠা করেন ব্যক্তিগত পাঠাগার। ব্যক্তিগত পাঠাগার ৮০ এর দশকে সিরাজগঞ্জের বই পিপাসু মানুষের প্রাণের পাঠাগার হিসাবে হৃদয়ে ঠাই করে নেয়। পরে আব্দুল বারী অসুস্থ হয়ে পড়লে পাঠাগারটি বন্ধ হয়ে যায়। সেই মানুষটি গতকাল সকালে চলে গেলেন।