সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নে আয়েশা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মতিন বিশ^াস। আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, সুশিক্ষিত শিক্ষার মাধ্যমে বাংলাদেশের সকল উন্নয়ন করা সম্ভব। সরকার প্রতিটি স্কুল, কলেজকে এগিয়ে নিতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। আমি স্থানীয়ভাবে সিরাজগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে সকল উন্নয়নে বিভিন্ন উপজেলায় গ্রাম পর্যায়ে পেঁৗঁছে দিচ্ছি। তার ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলাাধীন বহুলী ইউনিয়নের আয়শা রশিদ বিদ্যানিকেতন চাঁদ পাল স্কুলটি উন্নত শিক্ষা ও মান উন্নয়নের জন্য জেলা পরিষদ সব সময় কাজ করে যাবে। তিনি আরও বলেন, প্রতি বছর জেলা পরিষদ অসহায় ও গরীর ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তাও দিয়ে থাকে।
গত বুধবার, ২৫ জানুয়ারি, সকাল ১১ টায় আয়েশা রশিদ বিদ্যানিকেতনের সভাপতি ডা. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক মন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আয়েশা রশিদ বিদ্যানিকেতনের পরিচালকবর্গ অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (মাধ্যমিক শাখা)মো. মাহবুব ইসলাম, মো. গোলাম মওলা তালুকদার (প্রাথমিক শাখা)প্রমুখ।