সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আমিনুল ইসলাম। তিনি ১৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। অধ্যক্ষ হিসেবে গত ৯ সেপ্টেম্বর ২০২৪, শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাধ্যমে এই পদায়ন দেওয়া হয়।
আগামী ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অধ্যক্ষ হিসেবে দয়িত্ব বুঝে নেবেন বলে জানা যায়। প্রফেসর মো. আমিনুল ইসলাম অধ্যক্ষ হওয়ায় ফুলেল শুভেচছা জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, রোভার স্কাউট, বিএনসিসি ও রক্তদান সংগঠন বাঁধন। প্রফেসর আমিনুল ইসলাম (এলটি) তিনি বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক কমিশনার বর্তমান কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।