কামারখন্দসিরাজগঞ্জ

স্মার্ট গ্রোসারী বিডি.কম চট্রগ্রাম এর সাথে মাংস প্রক্রিয়াকরণ প্লান্টের উদ্যোক্তাদের সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন

এনডিপি আরএমটিপি প্রকল্পের উপ-প্রকল্প “নিরাপদ মাংস ও দূগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন ” এর আওতায় স্মার্ট গ্রোসারী বিডি.কম চট্রগ্রাম এর সাথে মাংস প্রক্রিয়াকরণ প্লান্টের উদ্যোক্তাদের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৯ মে সোমবার এনডিপি প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান পরিচালক(এফ এন্ড এ) এনডিপি, এবং স্মার্ট গ্রোসারী বিডি.কম-চট্রগ্রাম এর পক্ষে প্রোপ্রাইটার মোহাম্মদ মাসুদ হাসান ও মোঃ মিজানুর রহমান। আরএমটিপি প্রকল্প কর্তৃক উন্নয়নকৃত মাংস প্রক্রিয়াকরণ প্লান্ট তাকওয়া মিটের পক্ষে মোঃ জিয়াউর রহমান জামিল ও মোঃ ইব্রাহীম হোসাইন ফিরোজ ও মামা ভাগ্নে মাংস প্রক্রিয়াকরণ প্লান্টের এর পক্ষে ছিলেন মোঃ আবুল কালাম ও মোঃ মাসুদ হোসেন আরো উপস্থিত ছিলেন আরএমটিপি, ডাঃ মোঃ রুহুল আমিন, ভিসিএফ সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মোঃ মাসুদ মন্ডল, প্রকল্প ব্যবস্থাপক, এনডিপি-আরএমটিপি প্রকল্প। 

দেশের গবাদিপালন তথা মাংস ও দুধ উৎপাদনের দিক দিয়ে পাবনা সিরাজগঞ্জ এই দুই জেলা এখনো শীর্ষে অবস্থান করছে। এলাকার চাহিদা পূরনের পাসাপাশি দেশের বিভিন্ন জেলাতে এখানকার দুধ ও মাংস সরবরাহ করা হয়। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ইফাদ ও পল্লী কর্মসহায়ক ফাউÐেশনের আর্থিক সহযোগিতায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় ভেল্যু চেইন শীর্ষক উপ-প্রকল্প “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) পাবনা ও সিরাজগঞ্জ জেলার ৭ উপজেলার ২৮ টি ইউনিয়নের ২০৩ গ্রামের ২৭৮৩৫ জন খামারি ও ১০০০ উদ্যোক্তা নিয়ে কর্মকান্ড বাস্তবায়ন করছে। উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নিরাপদ মাংসজাত পণ্য উৎপাদন ও এর বাজার সম্প্রসারনে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ২ টি মাংস প্রক্রিয়াকরণ প্লান্ট উন্নয়ন করা হয়েছে। সরকারের সকল ধরনের নীতিমালা অনুসরণ পূর্বক নিরাপদ মাংস প্রক্রিয়াজাত করে বিভিন্ন কার্টের মাংস স্থানীয় ও প্রিমিয়াম বাজারে প্রবেশীধিকার করানোই হলো এই প্লান্ট বাস্তবায়নের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আরএমটিপি প্রকল্পের মাধ্যমে বাজার বিশ্লেষন করে চট্রগ্রামের একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানী স্মার্ট গ্রোসারী বিডি.কম এর সাথে তাকওয়া মিট এবং মামা-ভাগ্নে মাংস প্রক্রিয়াকরণ প্লান্টের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ২ টা প্লান্ট থেকে প্রতিদিন উক্ত কোম্পানী ৩ টন হিমায়িত মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের নিকট থেকে চিজ ও ঘি ক্রয় করবে। প্রতি কেজি মাংসের বেইজ প্রাইজ ৭০০ টাকা দরে তাদের নিজস্ব ফ্রিজার ভ্যানে করে প্লান্ট থেকে মাংস পরিবহন করবে। চুক্তি মোতাবেক উভয় পক্ষ শর্তানুসারে গুনগতমান বজায় রেখে তাদের কাছে পণ্য সরবরাহের বিষয়ে ঐক্যমত পোষন করে চুক্তিতে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button