স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান এর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার, ২১ আগষ্ট সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শামীম আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাসুদ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের এর সদস্য লুৎফর রহমান পিন্টু, সাইফুল ইসলাম ও হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন নুরী প্রমুখ। শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে মোনাযাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম যুক্তিবাদী। এসময় মরহুম আনোয়ার হোসেন এর স্ত্রী,কন্যা দুপুত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।