এনডিপি প্রতিনিধি : বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার, ১৩ আগষ্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এনডিপি’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভার সভাপতিত্ব করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
এসময় নির্বাহী পরিচালক বলেন, ‘‘দেশিয় দোসরদের যোগসাজশে এবং আন্তর্জাতিক চক্রান্তের কারণে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করা হয়। একইসাথে হত্যা পরিবর্তী সময়ে স্বাধীন দেশে খুনীদের শাস্তি চাওয়া যাবে না বলে তৎকালীন শাসকগণ নির্দেশনা প্রদান করেন এবং হত্যাকারীদের বিভিন্ন দেশে পুনর্বাসন করা হয় যা জাতির জন্য লজ্জাজনক।’’ তিনি শাহাদৎ বরণকারী সকলের আত্বার শান্তি কামনা করেন।
আলোচনা সভায় উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন এনডিপি বাস্তবায়িত সিইএমবি প্রকল্পের বিভাগীয় প্রধান সাব্বির আহমেদ।
এছাড়াও সংস্থার পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ তার বক্তব্যে শোকাবহ আগস্টকে ঘিরে এনডিপি গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এসময় তিনি বলেন, শোকাবহ আগস্ট মাসে এনডিপির ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, সংস্থার সকল শাখা অফিসে শোক দিবসের ব্যানার, কালো ব্যাচ পরিধান ও মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত সকলকে অংশগ্রহনের আহ্বান জানান। আলোচনা পরবর্তীতে শহিদদের জন্য দোয়া পরিচালনা করেন এনডিপি’র পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল। সভায় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাসহ এনডিপি বাস্তবায়িত সকল প্রকল্পের ব্যবস্থাপক/সমন্বয়কারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ও ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাযাত করা হয়।