সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাট বয়ড়াতে বন্যার বানভাসীদের মানুষের মাঝে কৃষি চিত্রপুরী ইউটিউবার র.ই মানিক এর নিজস্ব অর্থায়নে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
শনিবার (১৩ জুলাই) দুপুরে ২ নং ওয়ার্ড হাট বয়ড়া মুজিব কেল্লা আশ্রয়ন কেন্দ্রে বন্যা বানভাসি ৪শ’ মানুষের মাঝে উন্নত মানের খাবার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সী, কৃষিচিত্র পুরী ইউটিউবার মানবতার ফেরিওয়ালা র.ই মানিক, হাট বয়রা ২ নং ওয়ার্ড মেম্বার মো. শাহ জামাল, আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সুরুতজ্জামান তালুকদার, সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, আনন্দ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাধন কুমার দাস, গ্রিন টিভি জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীরসহ ইউনিয়নের অন্যান্য সম্মানিত মেম্বার উপস্থিত ছিলেন।