স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার উন্নয়ন, অগ্রগতি ও সম্ভবনা তুলে ধরার অন্যতম সংগঠন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ জেলা উন্নয়ন ফোরাম’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সংগঠনের অফিস কার্যালয়ে (দৈনিক কলম সৈনিক ভবন) সিরাজগঞ্জ জেলা উন্নয়ন ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ভাবে অবহিত করেন সাংবাদিক অশোক ব্যানার্জী ও সাংবাদিক ইউসুফ দেওয়ান রাজু, শেখ এনামুল হক। আগামী দিনে সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করতে নতুন করে কার্যকরি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদকে সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক অশোক ব্যানার্জীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা উন্নয়ন ফোরাম’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ মুক্তা, প্রচার সম্পাদক রানা আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মাকসুদা খাতুন, দপ্তর সম্পাদক শাহ আলম ও সদস্য আল মামুন এবং আশরাফুল ইসলাম রাকিব।