কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী প্রায় দুই ডজন

আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পরিষদে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের অনেক নেতার নামে নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই যোগাযোগ রক্ষা করছেন। তবে এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে। কেন্দ্র থেকে ঘোষণা দেয়ার পর অনেকে নড়ে চরে বসেছেন, অনেকের ধারণা নির্দলীয় নির্বাচন হলে প্রার্থী যেমন বাড়বে ভোটারও তেমন পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে ভোট দিতে পারবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। মার্চ-এপ্রিল মাসে হতে পারে তফসিল ঘোষণা। ২৫ শে মে অর্থাৎ চতুর্থ ধাপে কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় দুই ডজন প্রার্থী দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে যোগাযোগ করতে শুরু করেছে। তবে কামারখন্দে আওয়ামী লীগ ও কমিউনিষ্ট পার্টি ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি বা জায়ায়াত সমর্থিত অন্য কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সাবেক জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান আমিনুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী লাভলু সরকার ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, রায়দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা কৃষক লীগের সদস্য হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম মঞ্জু, চরকুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী নান্নু কামাল শিকদার, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির কার্যকরী সদস্য আনিছুর রহমান ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক রঞ্জু । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য তাহমিনা ওয়াজেদ মেরিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কামারখন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজন মিয়ার সহধর্মীনি সাদিয়া আফরিন বিজলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ইউপি সদস্য উম্মে নূর পিয়ারা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি শেফালী খাতুন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মামুন জুয়েলের সহধর্মিনী শাপলা খাতুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button