মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও সরকারি আকবর আলী কলেজ। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহন করেছিলো মোট ৫৭৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ৫ পেয়ে ৩৩৯ জন। এই কলেজ থেকে মোট কৃতকার্য হয়েছে ৫৭৭ জন ও অকৃতকার্য হয়েছে ১ জন। কলেজে পাসের হার ৯৯.৮৩। পাশাপাশি সরকারি আকবর আলী কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৯০৩ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ২৮২ জন। কলেজ থেকে মোট কৃতকার্য হয়েছে ৮২৫ জন। অকৃতকার্য হয়েছে ৭৮জন। কলেজে পাশের হার ৯২.২৮।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। এই কলেজের মতো উপজেলার অন্যান্য কলেজগুলোও ভালো ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মো. আলী আশরাফ তার কলেজের ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, আগামীতে যাতে শতভাগ পরীক্ষার্থী পাশ এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো যায় সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবে।