এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচির উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়। গত ২০ মার্চ, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের আওতাধীন রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের (১৬৮ জন) মাঝে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. সামছুনাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপপরিচালক ও এনডিপি ফিড এর মহাব্যবস্থাপক আবু নাইম মো. জুবায়ের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম খান, সিরাজগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর মো. মহিদুল হসান, আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. হায়দার আলী খান, সাধারন সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান। এছাড়াও অনুষ্ঠানে এনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম ও সহকারী ম্যানেজার (আরএন্ডডি) মো. জানাফার ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। উল্লেখ্য কর্মসূচিটি এনডিপি’র নিজস্ব অর্থায়নে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি (বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল) গ্রামে বাস্তবায়িত হচ্ছে। বিতরণ কার্যক্রম পরবর্তীতে এনডিপি’র উপপরিচালক কর্মসূচির আওতায় বাস্তবায়িত টিউবওয়েল প্লাটফর্ম পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন।