কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি’র আলোকিত গ্রামে নলকুপের প্লাটফর্ম তৈরীর শুভউদ্বোধন

বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িতআলোকিত গ্রাম কর্মসূচি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রামে বাস্তবায়িত হচ্ছে।  কর্মসূচির আওতায় ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল এই গ্রামে ০২ আগস্ট ২০১৭ সাল থেকে বাস্তবায়িত কর্মসূচীর আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  নিয়মিত এ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি,বাগবাড়ী গ্রামে নলকুপের প্লাটফর্ম তৈরি কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এনডিপি’র উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়ন প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম ও প্রোগ্রাম  অফিসার সুরেশ চন্দ্র পাল।  উল্লেখ্য এই কর্মসূচির মাধ্যমে আলোকিত গ্রামে মোট ২০টি নলকুপের প্লাটফর্ম তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button