বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িতআলোকিত গ্রাম কর্মসূচি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল এই গ্রামে ০২ আগস্ট ২০১৭ সাল থেকে বাস্তবায়িত কর্মসূচীর আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত এ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি,বাগবাড়ী গ্রামে নলকুপের প্লাটফর্ম তৈরি কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এনডিপি’র উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়ন প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম ও প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। উল্লেখ্য এই কর্মসূচির মাধ্যমে আলোকিত গ্রামে মোট ২০টি নলকুপের প্লাটফর্ম তৈরি করা হবে।